নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। ১৫ জুন শনিবার বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে নিহত হন।
অপরদিকে উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরও ৩ জন মারা গেছেন। তারা কাপ্তাই হ্রদে বোটে থাকা অবস্থায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। একই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তিনি হলেন বোটচালক আক্কাস আলী (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available