সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক কিশোর। ৬ জুন মঙ্গলবার সন্ধায় মাগরিবের নামাজের সময় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর (পাঁচঘরি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফাহিম আহমদ (১২)। গুরুতর আহত আল-আমিন (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ।
তিনি জানান, বজ্রপাতের পর ফাহিম আহমদ ও আল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বড়দেশ উত্তর গ্রামের ফয়েজ আহমদের পুত্র ফাহিম আহমদ ও তার আপন চাচাতো ভাই নিজাম উদ্দিনের পুত্র আল-আমিন গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করে বিকট শব্দে ফাহিম আহমদ ও আল-আমিনের কাছেই বজ্রপাত হলে তাদের শরীর জলসে যায়। তাদের আত্মচিৎকারে মসজিদে অবস্থানরত মুসল্লী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নিহত ফাহিমের মামা হোসেন আহমদ জানান, মাগরিবের নামাজে বাড়ি থেকে যাওয়ার সময় বজ্রপাত পড়ে তার ভাগিনা ফাহিমের মৃত্যু হয় এবং আল-আমিন গুরুতর আহত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available