• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৩:১৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:০৩:১৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও অর্থ বিতরণ

২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪:৩৭

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও অর্থ বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিস্থিতিতে চাঁদপুর আর্মি ক্যাম্প মেহের ডিগ্রি কলেজ মাঠ চত্বরে এসব বিতরণ করে।

এ সময় বন্যাদুর্গত অসহায় ৮টি পরিবারের মাঝে জনপ্রতি ৪ ব্যান্ডেল ঢেউটিন, নগদ ৪ হাজার টাকাসহ সর্বমোট ৩২ ব্যান্ডেল ঢেউটিন ও ৩২ হাজার নগদ টাকা বিতরণ করে চাঁদপুর আর্মি ক্যাম্প। এতে প্রধান অতিথি হিসেবে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন এএফ ডব্লিউ সি পি এস সি (কমান্ডার, ৪৪ পদাতিক বিগ্রেড) ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর), মেজর কাজী গোলাম শাহাদাত, পি এস সি (ব্রিগেড মেজর, ৪৪ পদাতিক ব্রিগেড), ক্যাপ্টেন মো. রিফাত আল আসমাউল (ক্যাম্প কমান্ডার, শাহরাস্তি আর্মি ক্যাম্প)।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত ও মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার গণমাধ্যমকর্মীদের জানান, বন্যা পরবর্তী পুনবার্সন পরিস্থিতিতে সেনাবাহিনীর গৃহনির্মাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বন্যা কার্যক্রমে ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও কার্যকর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫