রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতা ঘাটে অবস্থিত মা সীতা দেবী মন্দির এবং মন্দিরের পাশে অবস্থিত প্রতিবেশী এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামালের বাগানে হাতির আক্রমণে মন্দিরে রান্নাঘর ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৬ অক্টোবর বুধবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৩ টি হাতি মন্দির এবং মন্দিরের পাশের বাগান লণ্ডভণ্ড করে বলে জানান মন্দিরে অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।
অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ জানান, রাত ২টায় হাতির দলটি এসে মন্দিরে রান্না ঘর ভেঙে ফেলেন। এছাড়া মন্দিরে ২০টি বড়ইগাছ, ৬টি নারিকেল গাছ, মোটর ও ডিপ টিউবওয়েল ভেঙে ফেলেন। হাতির আক্রমণে মন্দিরে একটি গরু আঘাতপ্রাপ্ত হয়। আমরা প্রাণভয়ে বেরুতে পারি নাই।
কৃষক এনামুল হক বাচ্চু বলেন, বুধবার দিবাগত রাত ২টায় প্রথমে হাতির দলটি মন্দিরে এসে ক্ষতিগ্রস্ত করে। এরপর ভোর ৬টা পর্যন্ত হাতির দলটি অবস্থান নিয়ে মন্দিরের পাশে অবস্থিত আমাদের তিন জনের বাগানের নারিকেল গাছ, সুপারি গাছ, বড়ই গাছ, ভিয়েতনামের কলা গাছ, আম গাছ, শাকসবজিসহ বিভিন্ন জাতে ফসল নষ্ট করে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরি বলেন, এমনিতেই দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস করে ফেলে হয়েছে। খাবারের সন্ধানে হাতি মানুষের বসতবাড়ি ও বাগানে হামলা করছে। তাই আমাদের সকলের উচিত হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয়, সেইজন্য সমস্ত এলাকায় বসতবাড়ি এবং কোন স্থাপনা নির্মাণ না করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available