লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর, ভাসান্যদম ও গুলশাখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণ এখন মহামারি হয়ে দাঁড়িয়েছে। এমন কোন রাত নাই, যে রাতে বন্য হাতি লোকালয়ে এসে কারো ক্ষতি করছে না। কিন্তু এর কোন সুরাহা পাচ্ছে না স্থানীয়রা।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতেও বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবারেগা এলাকার বাসিন্দা অসহায় দিন মজুর আবু বকরের ৮০০ শশা গাছ ভেঙ্গে মুচড়ে তছনছ করে দিয়েছে বন্য হাতি।
দিন মজুর কৃষক আবু বকর বলেন, অনেক কষ্ট করে করল্যা, লাউ, শশা চাষ করেছিলাম। গত রাতে বন্য হাতি এসে ফলসহ ৮০০ শশা গাছ ভেঙ্গে মুচড়ে তছনছ করে দিয়েছে। এতে আমার দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রতিদিন কারও না কারও ঘর ভাঙ্গছে, মানুষ মারছে হাতি। আমরা এলাকাবাসী বন্য হাতির আক্রমণ থেকে বাঁচতে চাই।
দুদিন আগেও একই রাতে পাশাপাশি দু’জন দিন মজুরের ছোট্ট ছোট্ট দু’টি মাথা গুজার ছনের তৈরি ঘর ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ঘরে থাকা ধান, চালসহ আসবাবপত্র নষ্ট করে ফেলে। এখন তারা বাড়ি ভিটা ছেড়ে মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। অসহায় মানুষগুলোও বার বার সব কিছু হারিয়ে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না।
হাতির আক্রমণে ঘর বাড়ি হারিয়ে এখন দিশেহারা মারিশ্যাচর এলাকার প্রতিবন্ধি মোস্তফা বলেন, মানুষের সাহায্য সহযোগীতা নিয়ে আমি কোনরকম দিন পার করছি। আর এদিকে হাতি এসে আমার থাকার ঘরটি ভেঙ্গে দিয়েছে।
অপরিকে বনবিভাগ বলছে, হাতি আর মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বনবিভাগ। এছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষ আবেদন করলে আমরা ক্ষতি পূরণ দেয়ার চেষ্টা করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available