ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্যোগে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস গরু পার্টি-২০২৪ শীর্ষক মিলনমেলা ও প্রীতিভোজের সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তোলার জন্যই এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
৫ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই নৈশভোজের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকরা বলেন, প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন হয়েছে। আমরা এই গরু পার্টি আয়োজন করেছি মূলত আমাদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে। ক্যাম্পাসের বাইরে থেকেও অনেকে এখানে এসে অংশ নিচ্ছেন, এতে আমাদের ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হচ্ছে। আমরা বিশ্বাস করি, এমন আয়োজনে আমাদের বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও গভীর হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ক্যাম্পাসের জীবনে এ ধরনের অনুষ্ঠান আমাদের নতুন অভিজ্ঞতা। এই ধরনের আয়োজন আমাদের শিক্ষাজীবনের আনন্দময় মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুলছে। এটা আমাদের জন্য একটি সুন্দর মিলনমেলা এবং বন্ধুত্বের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। আশা করি, ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available