ববি প্রতিনিধি: ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।
৬ অক্টোবর রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই স্মরণসভার আয়োজন করা হয়। এসময় বক্তারা আবরার ফাহাদের স্মরণে তার জীবন, তার সাহসিকতা এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে, ছাত্ররাজনীতি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে তা কীভাবে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। আবরারের মতো আর কোনো শিক্ষার্থী যেন এভাবে প্রাণ না হারায়, সেই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
ইফতেখার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের হাসিবুল হোসেন, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, বাংলা বিভাগের আশেক এলাহী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আব্দুল কাদের জীবন, হিসাববিজ্ঞান বিভাগের মো. ইব্রাহীম ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. মাসুম বিল্লাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available