কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ১৪ বছর বয়সী আব্দুল মমিন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের সময় মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। পরে তারা ওই বৃদ্ধকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ছেলেটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
আটক মকবুল হোসেন একই উপজেলার পুনট ইউনিয়নের পার্শ্ববর্তী পাঁচগ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
প্রতিবন্ধী ছেলের স্বজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে দামথর গ্রামে পুকুর পাড়ে অন্যান্য ছেলেদের সাথে প্রতিবন্ধী ছেলেটিও খেলাধূলা করছিল। বেলা ১১টার দিকে পাশর্বর্তী পাঁচগ্রামের মকবুল দামথর গ্রামের মাঠে ঘাস কাঁটতে আসে। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড়ে গিয়ে প্রতিবন্ধী ছেলের হাতে বিস্কুট দিয়ে আরও দেয়ার প্রলোভন দেখিয়ে মাঠের মধ্যে মরিচের ক্ষেতে নিয়ে গিয়ে বলাৎকার করতে থাকে। তখন মরিচ ক্ষেতের পাশ দিয়ে দুইজন মহিলা যাওয়ার সময় ছেলেটির চেঁচামেচি শুনতে পায়। তারা এগিয়ে গিয়ে বৃদ্ধকে হাতেনাতে আটক করে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী রওশন আরা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের সময় আমরা দুই মহিলা মরিচ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম। চেঁচামেচি শুনে মরিচ ক্ষেতের দিকে এগিয়ে যাই। পরে গ্রামবাসীদের খবর দিলে তারা এসে হাতেনাতে মকবুলকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। ওর বিচার চাই।
শিশুর বাবা মহসিন আলী বলেন, আমার বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে মকবুল বলাৎকার করেছে। ওর বিরুদ্ধে থানায় মামলা করেছি। ওর কঠিন শাস্তি চাই।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ওই ঘটনায় বৃদ্ধ মকবুলকে গ্রামবাসীরা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। প্রতিবন্ধী ছেলেটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন।
ছেলেটির মেডিকেল পরীক্ষার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available