হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: রঙিন ফুলের সমারোহে চারদিকে বইছে আনন্দের জোয়ার। আবারো শীতের মৌনতা ভেঙে প্রকৃতিতে চলে এসেছে বসন্ত। প্রতি বছরের মতো এবারও ঋতুরাজকে বরণ করে নিল ময়মনসিংহের হালুয়াঘাটের হাজার হাজার বসন্তবরণ অনুরাগী ভক্তরা।
এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বুধবার হালুয়াঘাট পৌর শহরের সানফ্লাওয়ার মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে বসন্তবরণ ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।
উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, সমবায় কর্মকর্তা মো. কামরুল হুদাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
বসন্তের প্রথম সকালে বাসন্তী রঙ শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল জড়িয়ে বেরিয়ে পড়বে তরুণীর দল। পাঞ্জাবি, ফতুয়া পরা ছেলেরাও সঙ্গী হবে বসন্তবরণের বিভিন্ন আয়োজনে। দিনভর বিভিন্ন স্টলে চলে বাহারী জাতের পিঠা উৎসব ও তরুণ-তরুণীদের বসন্তবরণের উচ্ছ্বাস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available