জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে ১৯ ফেব্রুয়ারি সোমবার বসন্ত উৎসব পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
বসন্ত উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সামাজিক মাধ্যমে আমরা দেখি আমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম সজাগ নয়, একজন শিক্ষক হিসেবে আমার দুঃখ, পরিতাপ বলতে হয় এটা আমাদেরই ব্যর্থতা শিক্ষার্থীদের এবিষয়গুলো নিয়ে বুঝাতে পারিনি। আমরা বসন্ত দিবস, ভালোবাসা দিবস পালন করবো কিন্তু মনে মনে সাম্প্রদায়িক হবো এটা ঠিক নয়। নানান ধর্ম ও জাতিসত্তার সংমিশ্রণে আমাদের অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আমার দেশের সংবিধানের আদ্য প্রান্ত আবশ্যকভাবে জানতে হবে। আমাদের সংবিধানে নারী পুরুষের ভেদাভেদ করে না কিন্তু আমরা তা প্রতিষ্ঠিত করিনা। আমাদের আইডেনটিটি বাঙালিত্বের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা), তিনি সূঁতি শাড়ি পরেন, নামাজ পড়েন, ধর্ম চর্চা করেন একই সঙ্গে সংস্কৃতি চর্চাও করে থাকেন।’
উপাচার্য বলেন, ‘এই যে বসন্ত উৎসব এগুলো শুধু পোশাকে নিলেই হবে না, মননেও নিতে হবে। আর আমাদের দেশের শিল্প-সংস্কৃতিকে শিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে।’
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ড. মো. মিরাজ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। একই সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available