• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাতালো ‘পদচিহ্ন’

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৪:১২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাতালো ‘পদচিহ্ন’

বাকৃবি প্রতিনিধি: 'আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে৷ এত পাখি গায়', কালপরিক্রমায় প্রকৃতিতে স্বীয় আগমনী বার্তা নিয়ে পৌঁছে গেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের আগমনে প্রকৃতি তার নিজ কন্যাকে সাজিয়ে তুলেছে চিরাচরিত রূপে। বাকৃবি সেজে উঠেছে সাতরঙা প্রাণে। আর বাকৃবিতে এই বসন্তের আগমনকেই বরণ করে নিল সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন।

ফাগুনের এই নাতিশীতোষ্ণ বিকেলে, যখন আড়মোড়া ভেঙে বাইরে ঘুরতে বেরিয়েছে সবাই, ঠিক সেই গোধূলি লগ্নে বাকৃবি চত্বরের হেলিপ্যাডে 'আরেক ফাল্গুন' উদযাপন করলো পদচিহ্ন।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় হেলিপ্যাডে ফ্ল্যাশমব অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় 'আরেক ফাল্গুন' আয়োজন। ক্রমান্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে 'আরেক ফাল্গুন' আয়োজনের।

ফ্যাশমবে দ্বৈত ও দলীয় নিত্য পরিবেশন করেন পদচিহ্নের সদস্যরা। অন্যদিকে, সাংস্কৃতিক সন্ধ্যায় বসন্ত আগমনী গানের সাথে সুর মিলিয়েছে বাকৃবির শিক্ষার্থীরা। ফাল্গুনের এই উৎসবমুখর আয়োজনে বাকৃবি চত্বরে বসন্তের আগমন যেনো পূর্ণতা পেয়ে উঠলো।

পদচিহ্নের সাধারণ সম্পাদক মো. আসিফুর রহমান বলেন, 'অনেকদিন ধরেই ফ্ল্যাশমবের প্লান করা হলেও এই ফ্ল্যাশমবটা করার সময় হচ্ছিলো না। শেষ পর্যন্ত অল্প কিছুদিনের রিহার্সালে বাকৃবিয়ানরা উপভোগ করতে পারে এমন কিছু উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আমাদের ফ্ল্যাশমব আর সঙ্গীত সন্ধ্যা, দুটাতেই আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম বড় ভূমিকা রেখেছে এই প্রোগ্রামটা সফল করার জন্য।

তবে আলাদা করে ধন্যবাদ দিতে চাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের। তারা এই ক'দিনেই নিজেদেরকে এরকম সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত করেছে, নির্ভয়ে পারফর্ম করেছে, এটাই বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয়েছে, আমাদের পদচিহ্নের এই প্রোগ্রামটি বাকৃবিয়ানদের কাছে উপভোগ্য ছিল।'

১৯৯৮ সালের ১০ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। একে একে গৌরবজ্জ্বল ১৯ বছরে পদার্পণ করেছে তারা। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩