হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ক্যান্সার রোগে আক্রান্ত ভ্যানে ফেরি করে পেয়ারা বিক্রেতা লোকমান হাকিমের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যবৃন্দরা।
৩০ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে সাপ্তাহিক হিলিবার্তা অফিসে তার পরিবারের সদস্যের হাতে এই নগদ অর্থ তুলে দেন দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তুহিন বাবু ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুই।
এসময় সেখানে বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান এশা, কোষাধ্যক্ষ মাহিন ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রীতি রানী সূত্রধর, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক নাসিম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
লোকমান হাকিমের স্ত্রী বলেন, ‘আমাদের বাড়ি ভিটা ছাড়া আর কোনো জায়গা জমি নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। তিনিও এক বছর ধরে অসুস্থ থাকায় বর্তমানে উপার্জন বন্ধ হওয়ায় আমরা মানবতার জীবনযাপন করতেছি। এদিকে আমার স্বামীর চিকিৎসার খরচ অন্যদিকে আমার ছোট মেয়ের পড়াশুনা টাও মনে হয় বন্ধ হয়ে যাবে। ইনকাম করার মানুষ না থাকলে কীভাবে আমার মেয়ে পড়াশুনা করবে। বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমার স্বামীকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৮/১০ লক্ষ টাকা লাগবে বলে জানান। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো। কিছু দিন আগে সাংবাদিকেরা আমার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যর নিউজ করেছেন। নিউজ বের হওয়ার পর আজকে আমাকে ডেকে আমার স্বামীর চিকিৎসা করার জন্য টাকা দিলেন। গতকাল রাতে শুনে অনেক খুব খুশি হয়েছি। বসুন্ধরা শুভ সংঘ আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ভালো করেন।’
দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ক্যান্সার রোগে আক্রান্ত লোকমান হাকিমের অর্থের অভাবে চিকিৎসা শুরু করাতে পারছেন না পরিবার। এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেনকে নির্দেশ দেই পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য। বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা প্রতিনিয়ত পরিবারটির খোঁজ খবর নিয়েছে। আজ সোমবার লোকমান হাকিমের চিকিৎসা করার জন্য বসুন্ধরা শুভ সংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা লোকমান হাকিমের মেয়ের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আমি দেশবাসীসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি লোকমান হাকিমের চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available