• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪২:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪২:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ৯৬ আনসার সদস্যকে বহিষ্কারের সুপারিশ

২৭ আগস্ট ২০২৪ দুপুর ০১:২৯:২৮

কুমিল্লায় ৯৬ আনসার সদস্যকে বহিষ্কারের সুপারিশ

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ক্যাম্প ছেড়ে ঢাকায় বেআইনিভাবে সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ বহিষ্কারের সুপারিশ করা হয়। ২৭ আগস্ট মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা তাদের সব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এরপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছেন। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি।

এর আগে সোমবার ২৬ আগস্ট বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়। তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।

রাশেদুজ্জামান আরও বলেন, আনসার একটি সুশৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। মূল আনসার নয়।

৯৬ থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও আন্দোলনে গিয়ে থাকতে পারেন। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। তাই আমাদের তদন্ত এখনও চলমান আছে।

এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হক বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪৯ জন আনসার সদস্যদের মধ্যে ২২ জন কোনো কারণ ছাড়াই বাহিরে ছিলেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩