• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৬:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৬:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

১৩ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩১:০৭

দৌলতপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এবার যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। এনিয়ে উপজেলায় এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের  ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার  দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়। পরে ওই দিন রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল  সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।  এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করে

বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

তবে এ বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের  আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিলো তার ভিত্তিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩