• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৩:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৩:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অসময়ে বাঁধাকপি চাষে মেহেরপুরের চাষিদের সাফল্য

৯ আগস্ট ২০২৩ সকাল ১০:৫৬:৫৪

অসময়ে বাঁধাকপি চাষে মেহেরপুরের চাষিদের সাফল্য

মেহেরপুর প্রতিনিধি: অসময়ে বাঁধাকপি চাষে সাফল্য পেয়েছেন মেহেরপুরের চাষিরা। ৩০ হাজার টাকা খরচ করে মাত্র ৩ মাসে ৯০ হাজার থেকে ১ লাখ টাকার বাঁধাকপি বিক্রি করেছেন কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা পেলে বছরজুড়েই বাঁধাকপির চাষাবাদ করতে চান তারা।

আর কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়ার ফলে অসময়ে বাঁধাকপি চাষে সাফল্য পাচ্ছেন তারা।

চলতি বছর মেহেরপুর জেলায় এবার প্রায় ২শ’ হেক্টর জমিতে আগাম বাঁধাকপির চাষ হয়েছে। অসময়ে এই শীতের সবজির চাহিদা ও বাজার দর ভালো থাকার কারণে দিনদিন বাঁধাকপির চাষের পরিধি বাড়ছে। আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করে অল্প সময়ে বাঁধাকপি চাষ করে হাসি ফুটেছে চাষিদের মুখে। বদলে গেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা।

প্রতিবিঘা জমিতে সার-বীজ ও শ্রমিক বাবদ ৩০ হাজার টাকা খরচ করে ৯০ হাজার থেকে ১ লাখ টাকার বাঁধাকপি বিক্রি করেছেন এ অঞ্চলের কৃষকরা। আগামীতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে অসময়ে এমন ফসল ফলানোর স্বপ্ন দেখছেন তারা।

বাঁধাকপি স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পৃথক পৃথক রাসায়নিক সারের পরিবর্তে মিশ্র সার ব্যবহার করে উৎপাদনের রেকর্ড গড়ছে কৃষকরা।

গাংনী উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, আগাম বাঁধাকপি চাষে সার্বিক সহযেগিতা দেয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তাই ফলনও ভালো হচ্ছে। কৃষকরাও খুশি অসময়ের ফসল এ বাঁধাকপির ভালো দাম পেয়ে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩