• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৫:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

১৭ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৩১:০০

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যে মোটরসাইকেল ও পেরোদুয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি পিতা আদম (৩৯) ও তার ছেলে ফাইক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন।

১৬ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মোহাম্মদ আদম। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। রাস্তার বাম পাশের একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আদম ও তার সৎ ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সী একজন নারী ও তার ৫ বছর বয়সী ছেলে আহত হন।

জুকরি মুহাম্মদ বলেন, নিহতদের ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের জন্য পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে পুলিশ।

পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১ (১) ধারায় দায়েরের পর স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫