খাগড়াছড়ি প্রতিনিধি: অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতায় নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালি রানি নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।
জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির না. সুবে. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পাড়ি দেবার সময় সনাতনধর্মী ১২ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিক এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available