স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিম হত্যা ও মানববন্ধন কর্মসূচিতে জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল শুক্রবার বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করে। এতে মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফর।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি হযরত মাওলানা শামসুল হক, খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, উপদেষ্টা কমিটির সদস্য শামসুদ্দিন মোল্লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলার সম্পাদক হাফেজ মিজানুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি খন্দকার ওহিদুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, ইসলামী আন্দোলনের অতিরিক্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মুফতি মাহবুবুর রহমান, মধুখালী থানার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা জিয়াদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন। তা না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সাথে এদের পরিবারে ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।
তারা আরও জানান, এ ঘটনায় জড়িত ও ঘটনার মদদ দাতা প্রত্যেককে গ্রেফতার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত করার আহ্বান ও জানানো হয়। উল্লেখ্য, এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক বিক্ষোভ মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available