বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুনভাবে সাজবে ঈশা খাঁ হলের লেক। এই লক্ষ্য নিয়ে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের লেক পরিদর্শন করেছেন এসডিজি ফোরাম ইনস্টিটিউটের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঈশা খাঁ হলের লেক পরিস্কার করে পরিবেশ ও মাছ চাষের উপযুক্ত করার জন্য কাজ করবে এসডিজি ফোরাম। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক বিজ্ঞান বিভাগ এই কাজের তদারকি করবে।
একই সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম, বাকৃবির মৎস্য খামারের অফিসার ইন চার্জ অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, এসডিজি ফোরামের সায়েদ ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ এজাজ ও সায়েদ তাসনিম মাহমুদ।
লেক পরিদর্শনকালে অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘কাজটি শুরু হলে ঈশা খাঁ হলের লেক মাছ চাষাবাদের জন্য উপযুক্ত হবে। লেকের পাড় সৌন্দর্য বর্ধিত হবে। এটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা কাজের শুরু থেকে মনিটরিং করবো। কাজটি সম্পন্ন হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় এবং পরিবেশের মান উন্নয়ন হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available