বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রাষ্ট্রপতির পদত্যাগ, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
২২ অক্টোবর মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভের আয়োজন করেন।
এসময় প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আব্দুল জব্বার থেকে পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের রাস্তা দিয়ে কে আর মার্কেটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিবো না, মুগ্ধের রক্ত বৃথা যেতে দিবো না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, করতে হবে করতে হবে রাষ্ট্রপতির পদত্যাগ, দফা এক দাবি এক রাষ্ট্রপতির পদত্যাগসহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
মিছিলে বক্তারা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগের মতো সংগঠনগুলো নিষিদ্ধ না হলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। ১৯ অক্টোবর শনিবার মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সাথে এক আলাপচারিতায় রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে, তিনি এ বিষয়ে কোনো দালিলিক প্রমাণ বা নথি পাননি। এই সাক্ষাৎকারটি মানবজমিন পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন 'জনতার চোখ'-এর সাম্প্রতিক সংস্করণে প্রকাশিত হয়েছে। এরপর থেকেই ছাত্র জনতা আবারও ফুঁসে উঠেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available