বাকৃবি প্রতিনিধি: গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ জন শিক্ষক স্বর্ণপদক লাভ করেছেন। তাঁদের মধ্যে চারজন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং একজন শিক্ষক ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ অর্জন করেছেন।
৯ নভেম্বর শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। বিষয়টি ১১ নভেম্বর সোমবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
জানা যায়, গত এক যুগে জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছ। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদকপ্রাপ্ত গবেষকগণের মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম (২০১৮), উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম.এ. রহিম (২০১২), সার্জারি ও অবস্ট্রেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী (২০১৭) এবং জুনিয়র ক্যাটাগরিতে এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান (২০১২) পুরস্কার অর্জন করেছেন।
এছাড়া ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল’ পুরস্কার অর্জন করেছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান।
আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণ পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ সময় বিএএস সচিব অধ্যাপক ড. হাসিনা খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available