• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০১:৫৬:২৮ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০১:৫৬:২৮ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবি রোভাররা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে কাজ করবে: উপাচার্য

২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫৬:৩৮

বাকৃবি রোভাররা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে কাজ করবে: উপাচার্য

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনও এই সংগঠনগুলো ছিল। কিন্তু এতো ব্যাপকতা ছিল না। রোভার স্কাউট খুবই সুশৃঙ্খল সংগঠন। বিভিন্ন দুর্যোগে তাদের নিরলস পরিশ্রম আমরা দেখেছি। আপনারা সদস্য সংখ্যা বৃদ্ধি করুন। এ ধরনের সংগঠন যত বৃদ্ধি পাবে ততো দেশের জন্য কল্যাণ। রোভার সদস্যরা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে কাজ করবে, এই প্রত্যাশা আমাদের।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রেসিডেন্ট'স রোভার স্কাউট সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ওই বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার মো. রবিউল ইসলামকে সংবর্ধনা ও ইউনিটের লোগো খচিত স্যুট প্রদান করা হয়।

ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির,   বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, স্কাউট'স কাউন্সিলের সভাপতি ও বাকৃবি স্কাউট লিডার অধ্যাপক সাদেকা হক এবং গ্রুপ রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক ড. মোহাম্মদ জহিরুল আলম। এছাড়াও বাকৃবি রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক বলেন, আমাদের জুলাই-আগস্টের যে সংগ্রাম ছিল সেখানে ৯ জন রোভার স্কাউট শহীদ হয়েছেন। এই বিষয়টি আমাকে গর্বিত করেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। রোভাররা অন্য কাজকর্মে যেমন সেরা, তেমনি পড়াশোনাতেও সেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬