চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো মহিলাদেরকে নিয়ে সম্মেলন করলেন জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর প্রকাশ্যে জামায়াত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদেরকে নিয়ে এই প্রথমবারের মতো সম্মেলন করলেন দলটি।
২২ ফেব্রুয়ারি শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এই সময় তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করে এসেছেন। তার নেতা কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে বোন হারিয়েছে তার ভাইকে আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।
তিনি আরো বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিল না কোন অস্ত্রের ঝনঝনানি কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামকে ত্রাশের রাজত্ব কায়েম করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সে জন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available