রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন রাজনৈতিক দল আমাদের শত্রু নয়। সকলে বন্ধু। দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, কুরআন সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। রমজানের কাজ হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। অন্তর পরিশুদ্ধ হলে অন্যায়, অবিচার করা থেকে বিরত থাকা যায়। এক মাসের রোজার মাধ্যমে আমাদের রূহানী শক্তি বৃদ্ধি করতে হবে। তাকওয়া গুণাবলি অর্জন করতে হবে। কুরআন শুধু তেলওয়াতের জন্য নয় সেটা জানা বুঝাও আমাদের জন্য ফরজ।
তিনি আরও বলেন, যাকাত কোন দয়া দাক্ষিণ্য নয়। নামাজের পর যাকাতের কথা বলা হয়েছে। স্বচ্ছল মুসলমানদের জন্য যাকাত ফরজ। ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের যাকাত দিতে অনুরোধ জানান তিনি।
মাহফিলে বিশেষ আলোচক ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার। জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মনছুরুল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী হাসেমুল হক খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা পরিষদের সদস্য হাবিব আজম, মিনহাজ মুরশিদ, এলডিপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমা, আলেম, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available