• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৬:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৬:২৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ, আটক ৮

৫ আগস্ট ২০২৩ রাত ০৯:০০:৫৭

রংপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ, আটক ৮

রংপুর ব্যুরো: রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের ৮ জনকে আটক করে পুলিশ। ৫ আগস্ট শনিবার দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া ভাঙ্গা মসজিদের গলি থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর রংপুর নগরীর ভাঙ্গা জামে মসজিদ ও মসজিদের গলি থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। এসময় সদর জামে মসজিদ থেকে তাদের আরও একটি মিছিল বের হয়ে ২ টি মিছিল একসঙ্গে সুপার মার্কেট হয়ে জাহাজ কোম্পানী মোড়ের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। এসময় পুলিশ মিছিল থেকে ৮ জনকে আটক করে।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, জোহরের নামাজ আদায়ের সময়ে রংপুর মহানগরী ও জেলার বিভিন্ন থানা থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভাঙ্গা মসজিদ ও সদর হাসপাতাল জামে মসজিদের আশপাশে জড়ো হয়। পরে নামাজ আদায় করে তারা বিক্ষোভ মিছিল বের করে।

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কোনো অনুমতি ছাড়াই হঠাৎ করে জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে। পুলিশ মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে। মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাদের নাম জানানো হয়নি।

এদিকে সকাল থেকে নগরের শাপলা চত্বর, পায়রা চত্বর, সিটি বাজার মোড়সহ বিভিন্ন সড়কে পুলিশের কড়া নজরদারি ছিল। একই সঙ্গে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গত ৩ আগস্ট বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করে জামায়াতে ইসলামী। সেখানে মহানগর জামায়াতে ইসলামীর দফতর সম্পাদক আব্দুল্লাহ সাদিক স্বাক্ষরিত আবেদনপত্রে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, গ্রেফতার সকল নেতা ও কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবিতে শনিবার সকালে শাপলা চত্বরে এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছিলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮