• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:৪১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:৪১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

দুই বছরেও গঠিত হয়নি বুটেক্স ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

১৪ মে ২০২৪ সকাল ১১:২৭:৪৮

দুই বছরেও গঠিত হয়নি বুটেক্স ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের কমিটির মেয়াদ ২৩ মাস হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয় নি। এতে বুটেক্স ছাত্রলীগ নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন রাজনীতি করে পদহীন থাকায় ক্ষোভ দেখিয়েছে অনেকে। কমিটি পূর্ণাঙ্গ করার পেছনে উদাসীনতাকে দায়ী করছেন কেউ কেউ। তবে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার আশ্বাস দেন।

জানা যায়, ২০২২ সালের ১ জুন বুটেক্স শাখা ছাত্রলীগের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: আব্দুল্লাহ জয় অনুমোদন পান। এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে ২৩ জন স্থান পান।

এদিকে চলতি বছরের ১৪ মার্চ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানা যায়। বিজ্ঞপ্তি অনুসারে, নিজ আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ জয়কে তার স্বীয় পদ হতে অব্যাহতি প্রদান করে বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরানকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

কমিটি নিয়ে অনেকে ক্ষোভ দেখিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, সাংগঠনিকভাবে ব্যর্থ এ কমিটির মেয়াদের দুই বছরে সভাপতি-সাধারণ সম্পাদক কমিটির অন্যান্যদের নিয়ে কোনো সাংগঠনিক মিটিং করে নি। শিক্ষার্থীদের ম্যান্ডেট কোনোভাবে এই কমিটি পূরণ করতে পারে নি। দুই বছর হতে চললো। পূর্ণাঙ্গ কমিটি করার কোনো ইচ্ছা তাদের নেই। এই কমিটি এখন পর্যন্ত কোনো হল কমিটি, পূর্ণাঙ্গ কমিটি কোনো কিছুর বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করে নি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক কাছে আবেদন থাকবে বুটেক্সে পূর্ণাঙ্গ কমিটি করে এখানে নিয়মিত কমিটি যেন নিশ্চিতকরণ করা হয়, যাতে ছাত্ররাজনীতির প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হয়।

আরেক ছাত্রলীগ নেতা বলেন, বুটেক্স ছাত্রলীগের কর্মীরা মনে করে যেহেতু পড়াশোনা শেষ হবার পরে এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ কম, তাই সময়মত কমিটি পূর্ণাঙ্গ হলে সাংগঠনিক ধারা বজায় থাকবে এবং কর্মীদের যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে। তাই বুটেক্স শাখা ছাত্রলীগের সকল কর্মীর প্রাণের দাবি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ হোক এবং ইউনিটের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হোক।

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান বলেন, বুটেক্স ছাত্রলীগ একটি গ্রহনযোগ্য, সৎ, মেধাবী, রাজপথের একনিষ্ঠ কর্মী, নিয়মিত ছাত্রদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা অতি দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি এবং হল কমিটি বাস্তবায়নে লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহবান করব, তা যাচাই-বাছাই করে মুজিব আদর্শের সৈনিকদের নিয়েই অত্যন্ত গ্রহণযোগ্য নেতৃত্ব উপহার দিব।

তিনি আরও বলেন, কোনো হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং বিতর্কিত কেউ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে না।

বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, বুটেক্স ছাত্রলীগ গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে থাকে। আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। নেতাকর্মীদের কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা পর্যবেক্ষণ করছি। অতিদ্রুতই তাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিবো এবং তারপর তাদের ডাকা হবে। তাদের সাথে আলোচনা করব এবং পারিবারিক ব্যাগ্রাউন্ট সম্পর্কে খোঁজখবর নিবো। তারপর সুন্দর ও সকলের কাছে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি বুটেক্স ছাত্রলীগকে উপহার দিবো। যারা ভবিষ্যতে এ ছাত্রলীগকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং সুদক্ষ নেতৃত্বে মেধা ও মনন দিয়ে বুটেক্স ছাত্রলীগকে ঢাকা শহরের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে পরিচিত করবে।

তিনি বলেন, নেতাকর্মীদের বলব, তারা যেন তাদের সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে যেন আগের মতো ধারাবাহিকতা বজায় রাখে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫