• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৬:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৬:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে শ্রমিক নিহতের জেরে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৭ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৮:১৩

নরসিংদীতে শ্রমিক নিহতের জেরে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের শালিধায় নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে মো. রুবেল (১৮) নামে এক টেক্সটাইল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। প্রতিবাদে হোসেন আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি ও টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

১৬ আগস্ট শুক্রবার বিকেলে নরসিংদী পৌর শহরের শালিধা দক্ষিণ পাড়া এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । নিহত শ্রমিক মো. রুবেল নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর এলাকার আকাশ মিয়ার ছেলে। তিনি শহরের চৌয়ালা এলাকার ইয়ামিন টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন।

নিহতের পরিবার ও শ্রমিকরা জানান, মঙ্গলবার বিকেলে চৌয়ালায় ইয়ামিনের একটি টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক মারা যায়। এর পরদিন বুধবার বিকেলে টেক্সটাইলগুলো বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যায় শ্রমিকরা। শালিধা এলাকার হোসেন আলির ফ্যাক্টরি বন্ধ করতে গেলে ওই ফ্যাক্টরির শ্রমিকদের সাথে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেন সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার সকাল ১০টার দিকে শালিধায় অবস্থিত হোসেন আলির ফ্যাক্টরি থেকে বেশ কিছু দূরের একটি ডোবা থেকে রুবেল নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরই জের ধরে এরপর বিকেলে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিকরা হোসেন আলির ২টি টেক্সটাইল, ২টি গোডাউন ও ৫তলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনা বাহিনীর সদস্যরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, মিলে এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে। শালিধা এলাকার একটি ডোবা থেকে একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫