• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৭:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৭:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

২২ আগস্ট ২০২৪ দুপুর ০২:৪৩:৪৭

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের অভ্যন্তর দিয়ে প্রবাহিত নদীর উপর ভারতের ত্রিপুরায় নির্মিত বাঁধ খুলে দিয়েছে ভারত। তাই বাংলাদেশের কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র বন্যা।

ফলে সম্পদের ক্ষতিসহ সাধারণ মানুষ মারা যাচ্ছেন। তারই প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা ২২ আগস্ট বৃহস্পতিবার রাত ১টায় বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বুটেক্সের জিএমএজি ওসমানী হল থেকে শুরু হয়ে প্রথমে বুটেক্সের শহিদ আজিজ হলে যায়। তারপর সেখান থেকে সাতরাস্তা হয়ে বুটেক্সের প্রধান ফটকের সামনে থেকে জিএমএজি ওসমানী হলে গিয়ে শেষ হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন- প্রতিবছর খরার সময় ভারত তাদের বাঁধের মাধ্যমে নদীর পানি আটকে রাখে এবং বর্ষার মৌসুমে তারা বাঁধের গেট খুলে দেয়। ফলে খরার মৌসুমে খরা তীব্র আকার ধারণ করে এবং বর্ষার মৌসুমে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। যার ফলস্বরূপ দেশকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। যা আমাদেরকে অর্থনৈতিকভাবে বার বার পিছিয়ে দিচ্ছে।

এছাড়া শিক্ষার্থীরা আরও বলেন, এ বছর বর্ষার মৌসুমে ভারত ত্রিপুরায় বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে চলমান নদীর উপর নির্মিত বাঁধ খুলে দিয়েছে। তাই বাংলাদেশের কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। ফলে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং বিভিন্ন সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। তাছাড়া এই সমস্যার কথা ফেসবুকে পোস্ট করার কারণে আবরার ফাহাদকে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মিছিলে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতি ভারতের এই অবিচারের নিন্দা জানায় ও একটি কার্যকরী পানিবণ্টন চুক্তি করার জন্য আহ্বান করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩