• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৮:১১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৮:১১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্রিকেট

ভারতের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

২৬ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:০৬:০৯

ভারতের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সেমিফাইনালেই শেষ নারী যাত্রা বাংলাদেশের। ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে ফাইনালে খেলার স্বপ্ন শেষ টাইগ্রেসদের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টস জিতে আগে ব্যাট করতে নেমে সম্বল ছিল মাত্র ৮০ রান। ৮ উইকেট হারিয়ে এ রান করেছিল জ্যোতিরা। বিপক্ষে ৮১ রানের টার্গেটে ৫৪ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখী ব্যাটিং করেন ভারতীয় দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। তবে শেফালির চেয়ে বেশি মারমুখী ছিলেন স্মৃতি। ছোট টার্গেটেও তুলে নেন অর্ধশতক। ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক করে ৫৫ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। আরেক ওপেনার শেফালি ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ডাম্বুলার শুক্রবার ২৬ জুলাই প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ করতেই একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার।

৮ নম্বরে ব্যাট করতে নামা র্স্বণা আক্তারকে নিয়ে লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণ ১৮ বলে ১৯ রানে আউট হলে ভেঙে যায় সব প্রতিরোধ। জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। ইনিংসের শেষ ওভারে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ দল। শেষ ওভারে দুই উইকেটসহ রাধা যাদব শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া রেনুকা সিংয়ের নেন ৩ উইকেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০