• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪০:০০ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪০:০০ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

প্রকল্প ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৫:২৭

প্রকল্প ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে যে ব্যাংকের অর্থায়নে প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান হবে ওই প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠানের আয়ও একই ব্যাংকের হিসাব খুলে পরিচালিত হওয়ার কথা। কিন্তু কিছু গ্রাহক এক ব্যাংক থেকে ঋণ নিলেও ব্যবসার আয় পরিচালনা করছেন অন্য ব্যাংকের মাধ্যমে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে বলেছে, যে ব্যাংকের ঋণে প্রকল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে ব্যাংকের মাধ্যমেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় বা সেলস প্রসিড পরিচালনা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, ঋণ দেয়ার পর সংশ্লিষ্ট প্রকল্প থেকে প্রাপ্ত আয় বা সেলস প্রসিড দিয়ে অর্থ বা কিস্তি পরিশোধের কথা। এজন্য সংশ্লিষ্ট ব্যাংকে এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্ট খুলতে হয়। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিয়েছেন তার আয় সে ব্যাংকে জমা করছেন না। এতে একদিকে যেমন ঋণপ্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ব্যাংকটি ঋণ মনিটরিং যথাযথভাবে নিশ্চিত করতে পারছে না।

এ অবস্থায় ব্যাংকের দেয়া প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ মনিটরিং নিশ্চিত করতে তিনটি নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রকল্প ঋণের ক্ষেত্রে তার আয় বা সেলস প্রসিড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে প্রকল্পের নামে এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্ট খুলতে হবে। প্রকল্পটি যদি সিন্ডিকেটেড ফাইন্যান্সিংয়ের আওতায় হয়, তাহলে এর আয় বা সেলস প্রসিড সংগ্রহের জন্য এসক্রো বা রেভিনিউ অ্যাকাউন্ট খুলতে হবে লিড ব্যাংকে। ঋণপ্রদানকারী ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে বর্ণিত হিসাবে প্রকল্পের আয় বা সেলস প্রসিডের জমা গ্রহণ তদারকি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রকল্পের আয় বা সেলস প্রসিড ঋণের বিপরীতে প্রদেয় কিস্তির তুলনায় বেশি হলে এর অতিরিক্ত অংশ জমা নেয়ার জন্য ঋণপ্রদানকারী ব্যাংক বা লিড ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের নামে রেভিনিউ হিসাব খোলা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬



তিতুমীর কলেজ শিক্ষকদের প্রতিবাদ
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৯:০৮



উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৫:২৫


মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৫:২৩