• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০২:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০২:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

তামিম-রিশাদ ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়

১৮ মার্চ ২০২৪ রাত ০৯:০৯:০৯

তামিম-রিশাদ ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিমের উড়ন্ত সূচনার পরে রিশাদ হোসেনের ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জয় লাভ করেছে বাংলাদেশ। এর মধ্যদিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা।

১৮ মার্চ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারী দল।

৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৫ রান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪২ রানে ৩ উইকেট শিকার করেন।

২৩৬ রানের লক্ষে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের ৮৪ রানের দুর্দান্ত সূচনার পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধ্বস নামে।

পরে রিশাদ হোসেনের ঝড়ো ৪৮ ও মুশফিকুর রহিমের ৩৭ রানে ৫৮ বল বাকি থাকতেই লেক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/১০ (জানিথ লিয়ানাগে ১০১*, চারিথ আসালাঙ্কা ৩৭, কুশল মেন্ডিস ২৯; তাসকিন আহমেদ ৩/৪২, মোস্তাফিজুর রহমান ২/৩৯, মেহেদি হাসান মিরাজ ২/৩৮, রিশাদ হোসেন ১/৫১)

বাংলাদেশ: ৪০.২ ওভারে ২৩৭/৬ (তানজিদ হাসান তামিম ৮৪, তাওহিদ হৃদয় ২২, মেহেদী হাসান মিরাজ ২৫, মুশফিকুর রহিম ৩৭*, রিশাদ হোসেন ৪৮*; লাহিরু কুমারা ৪/৪৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২