বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় ভাষা উৎসব- ২০২৪। বাকৃবিসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।
১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে কৃষি অনুষদের গ্যালারিতে ভাষা উৎসবের বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাইয়ের উপর প্রতিযোগিতার মাধ্যমে উৎসবটি শুরু হয়। আগামীকাল (১৪ ডিসেম্বর) আলোচনা পর্যায় ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
ভাষা প্রতিযোগিতায় পাঁচটি ভাষার উপর ১০টি বিভাগ (শব্দগল্পকৃত্য ১ম এবং ২য় পর্ব, সাহিত্য উৎসব ১ম এবং ২য় পর্ব, কল্পকাহিনি একীকরণ ১ম ও ২য় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি, ও জাপানিজ ভাষা, শব্দ খোঁজ) থেকে বিজয়ী মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে।
ভাষা উৎসবে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতা শেষে আগামী ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিখ্যাত লেখক কিঙ্কর আহসান, শৈল্পিকভাবে কথা বলার ধরণ নিয়ে আলোচনা করবেন মুশফিক এনাম তুর্য। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করবেন।
এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু বলেন, বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ল্যাঙ্গুয়েজ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের একই সুতোয় বেধে একটি জায়গা দিতে চেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এইটা একটা দারুণ সুযোগ বলে আমি মনে করি।
উল্লেখ্য, উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে ভাষা চর্চার প্রভাব উপলব্ধি করে শিক্ষার্থীদেরকে সেদিকে সমৃদ্ধ করে তুলতে ২০১৮ সালে বাকৃবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ভাষা বিষয়ক জ্ঞান সমৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে আসছে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available