বাকৃবি প্রতিনিধি: প্রতিষ্ঠার (১৯৭৯ সালে) পর থেকে প্রায় প্রতি বছরের মতো এই বছরেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় গ্যালারিতে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি রোটার্যাক্ট ক্লাব। এসময় ১০০ জন মানুষের শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তী সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অধ্যাপক ড. মো: আবুল মঞ্জুর খানসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মো: শহীদুল হক বলেন, বিজয়ের মাসে ক্যাম্পাসে ক্লাবের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন- হলের ফিস্টসহ নানা অপ্রোয়জনীয় খাতে টাকা অপচয় না করে, নিজেদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available