বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি বাঙলা কলেজে বোটানি ক্লাব কর্তৃক আয়োজিত আন্ত বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ৭ অক্টোবর সোমবার।
স্বৈরাচারী সরকার পতনের পর সংস্কারের জোয়ারে ভাসছে দেশ। সেই জোয়ারে অগ্রণী ভূমিকা পালন করছে দেশের ছাত্র ও যুব সমাজ। জুলাই বিপ্লবের সময় ছাত্র আন্দোলন, সরকার পতন পরবর্তী সময়ে বন্যার্তদের সহযোগিতাসহ অন্যান্য সামাজিক কাজের পাশাপাশি শিক্ষাঙ্গনের শিক্ষা ও সংস্কৃতির সঠিক পরিবেশ ফেরাতে প্রতিনিয়ত নানা উদ্যোগ নেয়া হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
এরই ধারাবাহিকতায় রাজধানী মিরপুরের সনামধন্য সরকারি বাঙলা কলেজে বোটানি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। গত ২৩ সেপ্টেম্বর এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়। ৭ অক্টোবরে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসরে তৃতীয় বর্ষের অদম্য চব্বিশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে উদ্ভিদবিজ্ঞান প্রথম বর্ষের গ্রীন ফ্যালকন্স২৬।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফেরদৌসী বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক শিউলি ভদ্র, সহকারী অধ্যাপক আব্দুল মোত্তালেব মিজান।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্স আপ ট্রফি বিতরণ, মেডেল প্রদান শেষে বিভাগীয় প্রধান প্রফেসর ফেরদৌসী বেগম বলেন, শিক্ষার পাশাপাশি তরুণদের সুস্থ সংস্কৃতি, মানসিক বিকাশ ও নেতৃত্ব গুণাবলী বৃদ্ধির জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
কলেজের বোটানি ক্লাব কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে শেষ করে সমাপনী অনুষ্ঠানে বোটানি ক্লাবের সভাপতি খন্দকার নাঈম বলেন, শুধুই পড়াশুনায় নয় বর্তমান বাংলাদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে গেলে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যেই আমাদের আরও বেশি ক্রীড়া ও সহ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available