• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৭:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৭:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সিগারেটের দোকান, প্রশাসন নিরব

২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:০২

বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সিগারেটের দোকান, প্রশাসন নিরব

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এবং বিদ্যালয় গেটে চলছে বিড়ি, সিগারেট ও পানের দোকান। প্রকাশ্যেই বিদ্যালয়েরর মধ্যে ধুমপান করছেন অনেকে। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উপর এর বিরুপ প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা যায়, ২ নং আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে গরুর হাট। গরুর ব্যাপারিদের হাক-ডাকে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। জটলা বেধে ধুমপান করছে কয়েকটি গ্রুপ। স্থানীয় এক যুবক এখানে পান-বিড়ি-সিগারেটের দোকান দিয়ে বসেছে। আখের রস বিক্রি করছে আরেকজন বিক্রেতা। বসেছে আরও অনেকগুলো অস্থায়ী দোকান। বিদ্যালয় খোলার দিনেই এভাবে গরুর হাট বসানোয় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবন। সেখানে কথা হয় ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল হোসেনের সাথে। বিদ্যালয়ে গরুর হাট এবং প্রকাশ্যে বিড়ি-সিগারেটের দোকানের ব্যপারে জিজ্ঞাসা করা হলে তিনি আশ্চার্য হন এবং এমন কিছু দেখেননি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিদ্যালয়ের প্রধান মিক্ষক মো. আওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রতিবেদকের সামনেই ঐ বিড়ি-সিগারেটের দোকানিকে বিদ্যালয়ের অভ্যন্তরে বসতে নিষেধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিনকে কল করা হয় বিষয়টি জানাতে। তিনি ট্রেনিংয়ে আছেন বলে কলটি কেটে দেন। পরবর্তিতে তিনি আর প্রতিবেদকের সাথে যোগাযোগ করেন নি।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান ফটক আটকে নিয়মিত গরুর হাট বসানোয় বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকবার সংবাদ প্রচারিত হয়। কিন্তু অদৃশ্য শক্তির কারনে প্রশাসন এ হাট স্থানান্তরে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। স্থানীয় বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন এ গরুর হাট থেকে প্রশাসনের সবাই লাভবান হচ্ছে বলেই কোন ব্যবস্থা নিচ্ছে না। বিদ্যালয়ের পাঠদানে বিঘ্ন ঘটলেও কারোই যেন নেই মাথা ব্যথা ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩