• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে ৩৬০ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন

২ আগস্ট ২০২৪ সকাল ০৯:৪৭:২৩

বাকৃবিতে ৩৬০ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩৬০ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ধার্যকৃত সিলিং অনুযায়ী প্রণীত ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত (রিকাস্ট) বাজেট অপেক্ষা ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত (রিকাস্ট) বাজেটে ৪ দশমিক ৭৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল। অথচ ২০২৪-২৫ অর্থ বছরের মূল রিকাস্ট বাজেটে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটের তুলনায় বরাদ্দের পরিমাণ ১ দশমিক ২৮ শতাংশ মাত্র হ্রাস পেয়েছে।

বিষয়টি ১ আগস্ট বৃহস্পতিবার জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রণীত চাহিদা বাজেটে ৪২২ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা প্রদর্শন করা হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ৩৬০ কোটি ৪৮ লাখ টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে। কমিশন কর্তৃক নির্ধারিত সিলিংয়ের মধ্যেই বাজেট রিকাস্ট করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাকৃবি কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে গত ৩১ জুলাই অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৪-২৫ অর্থ বছরের মূল রিকাস্ট বাজেট উপস্থাপন করেছেন। যেখানে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য সর্বমোট ৩৬০ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরের মূল রিকাস্ট বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সরকারী অনুদান হিসাবে ৩৪৫ কোটি ৯৮ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় হিসাবে ১৪ কোটি ৫০ লাখ টাকাসহ সর্বমোট আয় হিসাবে ধার্য করা করা হয়েছে ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা। উক্ত বাজেটে বেতন-ভাতাদি খাতে (বিশেষ সুবিধাসহ) ১৮০ কোটি ৪৮ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা (সাধারণ) খাতে ৪৬ কোটি ৩২ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা (মেরামত ও সংরক্ষণ) খাতে  ১১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৯৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা অনুদান ১৪ কোটি ৮৫ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা খাতে ৭৫ লাখ টাকা, অন্যান্য অনুদান ২ কোটি ৮৫ লাখ টাকা এবং মূলধন অনুদান ৫ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়াও ২০২৩-২০২৪ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটে সর্বমোট ব্যয় বরাদ্দ ৩৫০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ধার্যকৃত সিলিং অনুযায়ী প্রণীত ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত (রিকাস্ট) বাজেট অপেক্ষা ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত (রিকাস্ট) বাজেটে ৪.৭৫% বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল। অথচ ২০২৪-২৫ অর্থ বছরের মূল রিকাস্ট বাজেটে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটের তুলনায় বরাদ্দের পরিমাণ ১.২৮% মাত্র হ্রাস পেয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩