• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৭:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৭:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয় বাজেট

দেশবাসী বাজেট সাদরে গ্রহণ করেছে: পানিসম্পদ উপমন্ত্রী

২ জুন ২০২৩ বিকাল ০৫:৪৩:২১

দেশবাসী বাজেট সাদরে গ্রহণ করেছে: পানিসম্পদ উপমন্ত্রী

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম বলেছেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দেশবাসী সদরে গ্রহণ করেছে। এই বাজেট বাস্তবায়নে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরাও সেভাবে কাজ শুরু করছি।

২ জুন শুক্রবার বেলা বারোটার দিকে নদীভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার খাসপুকুরিয়া হতে চর সলিমাবাদ অবধি নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা তিনবার দেশ পরিচালনায় নির্বাচিত করেছেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশা আল্লাহ দেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, আহসানুর রহমান টিটু এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে.এম হোসেন আলী হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান পরামানিক,  ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা প্রকৌশলী মাহবুর  রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আবুল কালাম মোল্লা, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ প্রমূখ।

যমুনা নদীর বামতীরের চৌহালী উপজেলার নদী ভাঙ্গিনরোধে ৪৬ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩