মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত শামসুল হকের ছেলে আবদুস সালাম (৪৫), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় সালামের ভাতিজা সিয়াম (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কুষ্টিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে হাউজিং বি ব্লকের বাসিন্দা রুপা খাতুন নিজের ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন । তাঁকে বাঁচাতে এগিয়ে যান তার স্বামী সালাম। তখন সালামও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। মা-বাবাকে মেঝেতে পড়ে যেতে দেখে মেয়ে সাবা গিয়ে তাঁদের শরীরে হাত দেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেও মারা যায়।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব আহমেদ বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মেঝেতে পড়ে রয়েছেন। সে সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
সালামের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, সালামের শহরের জেলখানা মোড়ে দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিলেন। এক দিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানতে পেরেছেন। হয়ত কোথাও লিকেজ থেকে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়েছেন।
নিহত রুপা খাতুনের ভাই সাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার বোন দুলাভাই ও ভাগ্নির মৃত্যু হয়েছে। দুলাভাই সালামের বাড়ির অদূরে জেলখানা মোড়ে ফটোকপির দোকান রয়েছে। ভাগ্নি সাবা খাতুন হাউজিং প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করতো।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সজীব উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনই মৃত অবস্থায় এসেছেন। এক কিশোরের শরীরে বিদ্যুতে পোড়ার দাগ রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তবে আপাতত ওই কিশোর শঙ্কামুক্ত।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন কিনা প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ খুঁজে দেখা হচ্ছে।
কুষ্টিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান চৌধুরি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available