• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৭:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৭:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

নেক্সট জেন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১ মার্চ ২০২৪ দুপুর ০২:২৫:২২

নেক্সট জেন ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: কেমব্রিজ ইন্টারন্যাশনাল কারিকুলামের অন্তর্ভুক্ত নেক্সট জেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় নাইস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে উত্তরা ১৪নং সেক্টর খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য দৌড়, বিস্কিট দৌড়, ফ্রগ জাম্প, যেমন খুশি তেমন সাজো ও ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের বাবাদের জন্য দৌড় ও মায়েদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়।

নাইস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকার আয়োজনে অত্যান্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানীর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের অনুষ্ঠানে প্রতিযোগিতার সুযোগ করে দেন।

অনুষ্ঠানের শেষে প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রিন্সিপাল আসাদুজ্জামান সুবহানী অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিত হওয়াতে অনন্দ প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩