নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চৌমুহনী সরকারি সালেহ আহম্মদ কলেজে চৌমুহনী পৌরসভার মেয়র মো. খালেদ সাইফুল্লাহ বেলুন উড়িয়ে উদ্বোধনীর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা ও বিএনসিসি কর্তৃক গার্ড অফ অনার দিয়ে অতিথিদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল হক।
৬ মার্চ বুধবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরন। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ আওয়ামী লীগের সভানেত্রী ও কে. বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার।
এরপর কলেজের পক্ষ থেকে সম্মামনা স্মারক প্রদানের মধ্য দিয়ে অতিদেরকে সংবর্ধনা জানানো হয়। এসময় অতিথিবৃন্দদের সামনে কলেজের ছাত্র ছাত্রীদের নানারকম মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্য বলেন, চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজ একটি প্রাচীনতম কলেজ। এই কলেজের নানারকম সুনাম রয়েছে। এই কলেজ থেকে সরকারি দফতরের মন্ত্রী পর্যায়ের লোক রয়েছেন। কলেজের আধুনিকতার জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এইছাড়াও ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি সালেহ আহম্মদ কলেজের শিক্ষক শওকত আকবর,
সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া, সাবেক ভিপি মেজবাহ উদ্দিন টুটুল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কলেজ ছাত্র লীগের সভাপতি হুমায়ন কবির, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম শুভ, শিক্ষক শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available