• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২২:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২২:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে পুলিশ স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১ মার্চ ২০২৪ সকাল ০৯:৫৪:১৪

রংপুরে পুলিশ স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ রোববার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। তিনি প্রথমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সালামি গ্রহণ করেন। সালামি গ্রহণ শেষে বেলুন উড়িয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুভ উদ্বোধন করেন।

পর্যাক্রমে শান্তির পায়রা অবমুক্ত, ক্রীড়া মশাল প্রজ্জলন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে মাঠ মার্চের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ পূর্বাানুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে।

এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। এখানে তাদের ফুলেল শুভেচ্ছা ও বার্ষিক ক্রীড়া ব্যাজ পড়িয়ে দেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) উত্তম কুমার পাল, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো, আবু মারুফ হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম পিপিএম-সেবা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রংপুরের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮