জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পাঁচ দিনব্যাপী ১৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান। এ সময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান, কলেজ এ্যাডজুটেন্ট মেজর তাসমিম রোকাইয়া রিয়া এবং অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউজের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করছে। ক্যাডেটদের প্রতিযোগিতা ছোট দল ও বড় দল- এই দুই ভাগে বিভক্ত রয়েছে। দুই দলে মোট ইভেন্ট সংখ্যা ২৯টি। এর মধ্যে ফিল্ড ইভেন্ট ১২টি এবং ট্রাক ইভেন্ট ১৭টি। প্রতিযোগিতার সমাপ্তি হবে ২৩ ডিসেম্বর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available