তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রতিযোগিতার অংশ হিসেবে ছিল ১০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ।
২৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৯টায় কলেজ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস.এম. কামাল উদ্দীন হায়দার, আহ্বায়ক অধ্যাপক এ এস. এম আসাদুজ্জামানসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, কলেজের এই ক্রীড়া অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন। প্রতি বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। শিক্ষার্থীদের শরীর ও মনকে সতেজ রাখার জন্য এই ক্রীড়া অঙ্গন বেশ কার্যকরী।
প্রতিযোগিতার আহ্বায়ক এস.এম. আসাদুজ্জামান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীদের মধ্যে খেলার আগ্রহ প্রকট এবং এ বছর আমরা শিক্ষকরা ও খুব স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে আয়োজনটি করতে পেরেছি।
তিনি আরও বলেন, বর্তমানে পাঁচটি বর্ষের পরীক্ষা চলমান রয়েছে কলেজে, তারপরও শিক্ষার্থীদের এই উৎসবমুখর অংশগ্রহণে তিনি বিমোহিত এবং পরীক্ষার সার্বিক পরিবেশ বজায় রেখে আয়োজনের কার্যক্রমের দিকেও খেয়াল রাখা হচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, খেলাধুলা আমাদের সতেজ রাখে এবং প্রতি বছর কলেজের এই ক্রীড়া আয়োজনটি আমরা উপভোগ করি। এভাবে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদক, খারাপ কাজ ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে রক্ষা করা যাবে।
উল্লেখ্য, আগামীকাল খেলার ২য় দিন সোমবার ২৭ জানুয়ারির আয়োজনে থাকছে উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও রীলে দৌড়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কলেজ প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available