নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক ছাত্রী।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে , ঐ এলাকার একজন তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে ইউএনও নজরুল ইসলাম ঐ বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়। পরে বর ও কনের পিতাকে বাল্য বিবাহের সহযোগিতা ও সম্পাদনা করার জন্য বাল্য বিবাহ নিরোধ আইনে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available