• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৯:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৯:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-মাওয়া হাইওয়েতে দ্রুতগামী বাসের ধাক্কায় পথচারী নিহত

১৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৮:২৫

ঢাকা-মাওয়া হাইওয়েতে দ্রুতগামী বাসের ধাক্কায় পথচারী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া হাইওয়ের তেঘরিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আবু সালেন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১০০ গজ পশ্চিমে তেঘুরিয়া আর্মি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জমিদার বাড়ির আরশ আলীর ছেলে। সে বসুন্ধরা রিভারভিউ সাইড অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতো।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাতিজা সাইদুর রহমান জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী এসি বাস একজনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যাচ্ছে, এ ঘটনা দেখে দ্রুত তাকে উদ্ধার করতে গিয়ে দেখি সে আমার চাচা আবু সালেন। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোহাগ পরিবহনের যে গাড়িটি তাকে ধাক্কা দিয়েছে, সেটি আটক করতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন গাড়ি ধাক্কা দিয়েছে, সেটা আমরা এখনও জানি না। তবে পরিবারের পক্ষ থেকে কোন গাড়ির বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩