• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৭:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৭:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুর বিআরটিএ’র অনলাইন অ্যাপস সেবা চালু

১৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭:১৫

রংপুর বিআরটিএ’র অনলাইন অ্যাপস সেবা চালু

রংপুর ব্যুরো: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবাকে জনবান্ধব করতে অনলাইন ভিত্তিক পোর্টাল সেবা অ্যাপস চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে অনলাইন লার্নার লাইসেন্স, স্মার্ট ফোনে ই-লাইসেন্স প্রদান, অনলাইন মোটরযান রেজিস্ট্রেশন আবেদন দাখিল, অনলাইনে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ও মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট আবেদন দাখিল, অনলাইনে মোটরযান ফিটনেসের জন্য অ্যাপোয়েমেন্ট গ্রহণ, অনলাইন পেমেন্ট ইত্যাদি সেবা প্রদান করা হচ্ছে।

১৮ নভেম্বর শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গ্রেড-১ এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, সেবা বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা কমানো। এর জন্য সকলের সহযোগিতাও চান তিনি।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, সবাই সবার অবস্থান থেকে সঠিক কাজটি করলে দ্রুত সড়ক দুর্ঘটনা কমে আসবে। এরজন্য সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে স্ব স্ব কাজ গুরুত্বের সাথে করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে নানা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্রুত রংপুর নগরীর যানজট নিরসন করা হচ্ছে বলেও জানান রংপুর পুলিশ কমিশনার।

সভায় আরও বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, বিআরটি এ রংপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি. ফারুক আলম, রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের কর্মকর্তারা, জেলা হাইওয়ে পুলিশের কর্মকর্তাসহ রংপুর জেলা মোটর ও মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩