• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:০৯:৩৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:০৯:৩৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে আমাকে জানাবেন: গিয়াস উদ্দিন

৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৮:১১

সিদ্ধিরগঞ্জে কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে আমাকে জানাবেন: গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, কেউ যদি আমাদের দলের নামে চাঁদাবাজি করতে যায়, আপনাদের সাথে অন্যায় অত্যাচার করে; আপনারা আমাকে জানাবেন। কাউকে রেহাই করা হবে না। 

তিনি বলেন, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করব, আপনাদের উন্নয়ন করব। আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ে তুলব। মানুষের বাসযোগ্য একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, বাক স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকারসহ সব কিছুই আমরা করব।

৭ অক্টোবর সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের মাঠে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গিয়াস উদ্দিন বলেন, আমাদের নেতা তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আজকে অনেকেই বলে শুধু ছাত্ররাই নাকি আন্দোলন করে এই বিজয় অর্জন করেছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, আমরা জেল-জুলুম খেটেছি। যখন জেল-জুলুম খেটেছি তখন মানুষ ক্ষুব্ধ হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। তখন এসেছে বৈষম্যবিরোধী আন্দোলন। একসাথে, একযোগে আমরা নেমেছি ফ্যাসিবাদ হঠাও আন্দোলনে। আর সেই আন্দোলনের মুখে স্বৈরশাসকের পতন হয়েছে। তারা আমাদের অবদানকে খাটো করে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থতার গ্লানি দিতে চায়, আবার গণতন্ত্রকে দূরে সরিয়ে দিতে চায়। 

তিনি আরও বলেন, আমরা জনগণকে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আর সেই আন্দোলন আমাদেরকে পথ দেখিয়েছে কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমকারীদের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় লাভ করতে পারে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, অবিলম্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন, নির্বাচন দিবেন যাতে জনগণ যাকে চায় তারা তাদেরকে নির্বাচিত করতে পারে। 

নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি রওশন আলী, জিএম সাদরিল, এসএম আসলাম,  সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ব হোসেন, মহানগর তরুণ দলের আহ্বায়ক সিফাত উল্লাহ, মাহবুব,  সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ ও জাকির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫