লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষ। ৫ আগস্ট বিপ্লব নয়, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপি এককভাবে নয়, শেখ হাসিনার আমলে যারা নির্বাচন করেনি; তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি।
১৬ নভেম্বর শনিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোনো বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার। বিএনপি একক ভাবে ক্ষমতায় যেতে চায় না।
তিনি বলেন, শেখ হাসিনা দেশকে যেই জায়গায় নিয়ে গেছে সেখান থেকে উত্তোলন করতে সকলের ঐক্য মতের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available