বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় দু’দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জুলহাস গ্রুপের সাথে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য নওপাড়া গ্রামে সালিশ বসে। সালিশে কথাকাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের উপর হামলা করে।
এ সময় জুলহাসের ৫ সমর্থক আহত হয়। এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন পুনরায় সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে আসলে পুনরায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available