বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে নগরীর সিঅ্যান্ডবি সড়ক থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, বুধবার সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে যানবাহন চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করে বিএনপি ও সমমনা দলগুলো। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন (সাবেক এমপি), মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম বলেন, অবরোধ সফল করতে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘিরে ফেলে। আটক করা হয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলার আহবায়ক আবুল হোসেন, যুবদল নেতা রেজাউর রহমান কিরণ ও সাকলাইন মোস্তাককে।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন জানান, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তরাঁর সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, ১৬নং ওয়ার্ড বিএনপির নেতা শেখ সাব্বির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকু, শ্রমিকদল নেতা মো. আসলাম, অ্যাঞ্জেলসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available